পায়ে হেঁটে বাড়ির পথে, সিউড়িতে আটকানো হল ঝাড়খণ্ডের ৩৬ জন শ্রমিককে
Continues below advertisement
পরিবার পরিজন ছেড়ে লকডাউনে দীর্ঘদিন আটকে। এই পরিস্থিতিতে ফের লকডাউনের সময়সীমা বেড়ে যাওয়ায় আর বসে থাকতে চাননি তাঁরা। পায়ে হেঁটে দুমকার দিকে রওনা দিয়েছিলেন ঝাড়খণ্ডের ৩৬জন শ্রমিক। কিন্তু সিউড়িতে তাঁদের আটকায় পুলিশ। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শ্রমিকদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। সেখানে থেকে তাদের রাখা হয়েছে কোয়ারেন্টিন সেন্টারে। জানা গিয়েছে, বোলপুরের এক হিমঘরে কাজ করছিলেন ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা ৩৬জন শ্রমিক।
Continues below advertisement
Tags :
Coronavirus Latest Update Coronavirus LIVE Abp Ananda Workers Lockdown Birbhum Coronavirus Covid-19