রাজ্যে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর বলি ৭

Continues below advertisement

রাজ্যে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর বলি ৭। যার মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনার বসিরহাটে মৃত্যু হয়েছে ৫ জনের। গতকাল রাতে বসিরহাটের শশীনা গ্রামে গাছ ভেঙে পড়ে। চাপা পড়ে মৃত্যু হয় রেবা বিশ্বাস নামে বছর সাতচল্লিশের এক মহিলার। একই ঘটনা ঘটে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি অঞ্চলের মালেকানঘুমটি গ্রামে। গতকাল রাতে মাটির বাড়ি ধসে মৃত্যু হয় বছর পঁয়ষট্টির সুচিত্রা মণ্ডলের। গাছ উপড়ে মৃত্যু হয় হিঙ্গলগঞ্জের ছোট সাহেবখালির বাসিন্দা ৬০ বছরের প্রকৃতি মৃধারও। বসিরহাটের মধ্যম পশ্চিমপাড়া গ্রামে ঝড়ের তাণ্ডবে হেলে পড়ে বিদ্যুতের খুঁটি। আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময়, বিদ্যুতের খুঁটিটি তাঁর উপর পড়ায়, মৃত্যু হয় বছর ষাটের মইদুল গাজির। সন্দেশখালির কর্ণাখালি গ্রামে গাছ উপড়ে মৃত্যু হয়েছে ৫৬ বছরের বিদেশি সর্দারের। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ঝড়ের সময় পাশের বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় কমলা মণ্ডল নামে এক মহিলার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভেটুরিয়ায় বাড়ির উপর গাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram