৭টায় বাংলা(১): মালদায় কান ধরে ওঠবোস, হাওড়া ব্রিজে কাঁধে সাইকেল, লকডাউনে পুলিশি কড়াকড়ি
Continues below advertisement
আজ সাপ্তাহিক লকডাউনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিধিভঙ্গ রুখতে কড়াকড়ি পুলিশের। মালদায় কান ধরে ওঠবস করানো থেকে হাওড়া ব্রিজে সাইকেল আরোহীর কাঁধে সাইকেল চাপিয়ে ফেরত পাঠানো, কড়া হাতে লকডাউন সামলাল পুলিশ। 'ঘনঘন লকডাউনের তারিখ বদল না করে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত', পরামর্শ দিলীপের। 'দিলীপবাবু তো ভাইরোলজিস্ট নন', পাল্টা সৌগত।
Continues below advertisement
Tags :
Lockdown In West Bengal Sougata Roy ABP Live Malda Howrah Abp Ananda Lockdown Covid-19 Dilip Ghosh