7tay Bangla (Seg 1): জগদ্দলে বোমা উদ্ধারের তদন্তে NIA। Bangla News

Continues below advertisement

জগদ্দলে বোমা উদ্ধারের ঘটনায় তদন্তভার নিল এনআইএ। ২০২১ সালের মে মাসে জগদ্দলে উদ্ধার হয় বোমা। যে বাড়ি থেকে বোমা উদ্ধার হয়, সেই বাড়িটি তৃণমূল কাউন্সিলরের ছেলের। এনআইএ সূত্রে খবর। 

রাজ্যে পরপর ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মিছিল সিপিএমের। মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএমের প্রতিবাদ মিছিল। ‘ধর্ষণ হলে প্রমাণ দেখাক। বেশি বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। ধর্ষণের প্রতিবাদে মিছিল করতে গেলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব’। ভাইরাল তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির হুমকি। ভাইরাল তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকারের হুমকি। 

রাজ্যে পরপর ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মিছিল সিপিএমের। মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএমের প্রতিবাদ মিছিল। "ধর্ষণ হলে প্রমাণ দেখাক। বেশি বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। ধর্ষণের প্রতিবাদে মিছিল করতে গেলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব।" ভাইরাল তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির হুমকি। ভাইরাল তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকারের হুমকি। এনিয়ে শমীক ভট্টাচার্য বলেন, "প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই। যে ভাষায় বিরোধী দলনেতাদের হুমকি দেওয়া হয় এবং ধারাবাহিকভাবে ২ মে-র পর থেকে এই অত্যাচার চলছে, তখন সংবাদমাধ্যমেও এত চর্চিত হয়নি।" 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram