Morning Headlines: আজ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন, সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ | Bangla News

Continues below advertisement

আজ দিনহাটা (Dinhata), খড়দা, গোসাবায় (Gosaba) ত্রিমুখী লড়াই। শান্তিপুর (Shantipur) উপনির্বাচনে লড়াই চতুর্মুখী। ভোট শুরু সকাল ৭টায়, শেষ সন্ধে সাড়ে ৬টায়।

৬ মাস পরে রবিবার থেকেই চালু হচ্ছে লোকাল (Local Train)। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চলায় রাজ্যের ছাড়পত্র। অসুবিধে নেই, জানাল রেল।

করোনা বিধি মেনে ফিল্ম, সিরিয়ালের আউটডোর শ্যুটিংয়ে অনুমতি। হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েত ছাড়পত্র।

১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। সকাল ১০টায় শুরু নবম ও একাদশের ক্লাস। ১১টা থেকে দশম-দ্বাদশ আধঘণ্টা আগে আসতে হবে ছাত্রছাত্রীদের।

কালীপুজো, দিপাবলী, ছটপুজোয় বাজি (Fire Crackers) বিক্রি-ফাটানোয় নিষেধাজ্ঞা। পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয় পুলিশের পক্ষে, জানাল হাইকোর্ট।

সব ধরনের বাজিকে নয়। শুধু বেরিয়াম সল্ট-কেমিক্যাল ক্র্যাকার নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। কারও স্বাস্থ্যের বিনিময়ে নয় উৎসব, বলল আদালত। খবর এএনআই সূত্রে।

সময়ে এল না রিলিজ অর্ডার। আজ সকাল ৯টায় জেলমুক্তির সম্ভাবনা শাহরুখ-পুত্রের (Aryan Khan)। জামিনদার জুহি।

গোয়ায় বড় চমক। মমতার (Mamata Banerjee) উপস্থিতিতে তৃণমূলে লিয়েন্ডার পেজ, নাফিসা আলি।

গোয়ায় আজ একদিনে পরপর সভা মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গাঁধীর (Rahun Gandhi)। সফরের শেষদিনে মমতার পরপর কর্মসূচি। জনসংযোগ ছেড়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে রাহুল।

৭০ শতাংশ দর্শক নিয়ে নভেম্বরেই ম্যাচ হতে চলেছে ইডেনে। ২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ। ১৭ নভেম্বর থেকে শুরু সিরিজ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram