সোনারপুরে ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি পোস্টার, নেপথ্যে সিপিএম-বিজেপি, অভিযোগ শাসক দলের

Continues below advertisement
সাত মাসের মধ্যে ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার। কাঠগড়ায় রাজপুর-সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা দাস। পুকুর ভরাট, কাটমানি, সিন্ডিকেট, জমির দালালি থেকে প্রোমোটিং। একাধিক অভিযোগে বিদ্ধ শাসক দলের কাউন্সিলর। ওয়ার্ডের নাগরিকবৃন্দের নামে দেওয়া হয়েছে পোস্টার। এবিপি আনন্দর প্রতিনিধি খবর সংগ্রহ করতে গেলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলা হয় পোস্টার। দেওয়া হয় হুমকি।
তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাবি, পোস্টারের নেপথ্যে রয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। সোনারপুরের বিজেপি নেতা অরিজিত্‍ মুখোপাধ্যায়ের দাবি, এর আগে এর বিরুদ্ধে পোস্টার পড়ে, আমরাও পোস্টার দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রোমোটিং, পুকুর ভরাট, এজন্য এলাকার লোক এসব পোস্টার দিয়েছে। সিপিএম নেতা স্বপন ধরের বক্তব্য, এর বিরুদ্ধে আগেও পোস্টার পড়েছিল, এখন বিপদে পড়েছে তাই আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
দুর্নীতির অভিযোগে, কয়েকমাস আগে রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দেয় তৃণমূল। এপ্রিলে এই পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ফের শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram