ট্রাক আটকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ, তুফানগঞ্জে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ
Continues below advertisement
ট্রাক মালিকদের সঙ্গে বচসায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক। শনিবার তুফানগঞ্জের বক্সিরহাটে পাথর বোঝাই ট্রাক আটকানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। ট্রাক চালকদের অভিযোগ, গাড়ি আটকে, বেআইনিভাবে টাকা নিচ্ছিলেন তুফানগঞ্জ দু’নম্বর ব্লকের বিএলএলআরও সুবিমল চক্রবর্তী। এরই প্রতিবাদে বিএলএলআরও-কে ঘেরাও করে চলে বিক্ষোভ। সরকারি আধিকারিককে হেনস্থাও করা হয়।
অভিযুক্ত আধিকারিকের দাবি, ট্রাক চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তুফানগঞ্জে বেআইনি পাথর বোঝাই ট্রাক ধরতে সম্প্রতি বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। যা ঘিরে এবার বাঁধল সংঘাত।
অভিযুক্ত আধিকারিকের দাবি, ট্রাক চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তুফানগঞ্জে বেআইনি পাথর বোঝাই ট্রাক ধরতে সম্প্রতি বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। যা ঘিরে এবার বাঁধল সংঘাত।
Continues below advertisement
Tags :
Agitation Against Government Official Allegation Of Taking Money Forcefully From Truck Drivers Tufanganj Abp Ananda