দিঘার আরও কাছে সুপার সাইক্লোন ‘উমপুন’, আশঙ্কা, কলকাতা-সহ ৭ জেলাকে লন্ডভন্ড করতে পারে
Continues below advertisement
দিঘার আরও কাছে সুপার সাইক্লোন ‘উমপুন’। দিঘা থেকে এখন ৪৭০ কিমি দূরে ঘূর্ণিঝড়। পারাদ্বীপ থেকে ‘উমপুন’-এর দূরত্ব ৩২০ কিমি। কাল বিকেল থেকে সন্ধের মধ্যে আছড়ে পড়বে। কলকাতা-সহ ৭ জেলাকে লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। কলকাতা ও উপকূলবর্তী জেলায় শুরু বৃষ্টি। কলকাতা ও উপকূলবর্তী জেলায় বইছে ঝোড়ো হাওয়া। সুপার সাইক্লোনের জেরে উত্তাল হচ্ছে সমুদ্র। কাল দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
Continues below advertisement
Tags :
24) Amphan Updates Weather Report West Bengal Amphan News Super Cyclone Amphan Cyclone Amphan NDRF Abp Ananda