Ananda Live:গরমের ছুটি নিয়ে তরজা, সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

Continues below advertisement

স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। আর তার জেরেও শুরু রাজনৈতিক তরজা। ছুটি নিয়েও সংঘাতে বিজেপি। 'দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরনের সিদ্ধান্তর জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি।' ট্যুইট শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। 'উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়। সেক্ষেত্রে ২ মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।' শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Education Minister Bratya Bose) চিঠি দিয়ে এমনটাই আর্জি  শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের।

দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার
হিংসায় উস্কানির অভিযোগে তমলুক থেকে গ্রেফতার ফরিদ ওরফে লিটু । তমলুক থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। জাহাঙ্গিরপুরী-হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার। তমলুকের ধলহারা থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত ফরিদ। ‘২২ এপ্রিল দিল্লি থেকে তমলুকে আসে ফরিদ ওরফে ‍লিটু ৩৪ বছর আগে মহিষাদল থেকে দিল্লিতে যায় ফরিদের পরিবার’। দিল্লি-হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার, খবর সূত্রের


আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে পুর ও নগরোন্নয়ন দফতর এবং রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠানো চিঠিতে বিজেপি কাউন্সিলর জানিয়েছেন, পুর আইন অনুসারে সর্বাধিক ৬০ দিন কেটে গেলেও মেয়র পারিষদ এবং বরো চেয়ারম্যান নির্বাচন করা হয়নি। যা আইনবিরুদ্ধ বলে বিজেপি কাউন্সিলরের দাবি। তাঁর অভিযোগ, এর ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পুর নাগরিকরা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram