Ananda Live: 'রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত, বিচার পাচ্ছে না নিহতদের পরিবার', দাবি ধনকড়ের |Bangla News
কাটল জট, কাল বিধানসভায় বাবুলের শপথ। শেষপর্যন্ত রাজ্যপালের ‘শর্তেই’ কাল বাবুলের শপথগ্রহণ। কাল ১২.৩০: শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার। ‘কাল বিধায়ক হিসেবে শপথ নেবেন বাবুল সুপ্রিয়’। বাবুলের শপথগ্রহণ নিয়ে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। শপথবাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে মনোনীত করেছিলেন রাজ্যপাল।
ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নিহত কর্মীদের পরিজনদের নিয়ে রাজভবনে বেনজির দরবার বিজেপির। রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্না মঞ্চ থেকে রাজভবনে গিয়ে স্মারকলিপি। শহিদদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।
'ভোটের পর একের পর এক হিংসা। রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত। বিচার পাচ্ছে না নিহতদের পরিবার। বাংলায় ভেদাভেদের রাজনীতি চলছে ।', মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
মালদার চাঁচলে বিজেপিতে বিদ্রোহ। সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন মন্ডল কমিটির এক নেতা। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পদত্যাগী নেতার অভিযোগ মানতে নারাজ সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।