Ananda Live: ময়নাগুড়িকাণ্ডেও সিবিআই তদন্ত দাবি শুভেন্দুর | Bangla News

Continues below advertisement

হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ ও খুনের মামলায়, মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করল সিবিআই। গোয়েন্দা সূত্রে দাবি, সমরেন্দ্র গয়ালি তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। তাঁর এক বন্ধুকেও এদিন গ্রেফতার করা হয়েছে।

ময়নাগুড়িকাণ্ডেও সিবিআই তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে ময়নাগুড়িতে গিয়ে, নিহত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। যদিও, এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মাঝেই বাংলায় ৩৫৬ ধারা কার্যকরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের সদস্যরা। এরপর ভোট পরবর্তী সন্ত্রাসে স্বজনহারা পরিবারের সদস্যদের নিয়ে ইন্ডিয়া গেটে মিছিল করেন তাঁরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram