আনন্দ সকাল (৩): লক্ষ্মী পুজোয় আগুন বাজার, নাভিশ্বাস মধ্যবিত্তের, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম। বিজেপি নেতার খুনের ঘটনা ঘিরে রণক্ষেত্র হাওড়ার বাগনান। খুনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বাগনানে বনধের ডাক দেয় বিজেপি। বনধ ব্যর্থ করার ডাক দিয়ে মিছিল বার করে তৃণমূলও। দুই কর্মসূচি ঘিরে টানাপোড়েনে তৈরি হয় রণক্ষেত্র পরিস্থিতি। পাবলিক সেক্টর ইউনিট এবং বেসরকারি সংস্থার কর্মীদের জন্য কেন্দ্রের নতুন প্রকল্প। অবসরের দিনই হাতে পাওয়া যাবে পেনশন পেমেন্ট অর্ডার। অবসর নেওয়ার পরের মাস থেকেই চালু হয়ে যাবে পেনশন। বৃহস্পতিবার হাওড়ার প্রভিডেন্ট ফান্ড অফিসে কুড়ি জনের হাতে পেনশন পেমেন্ট অর্ডার তুলে দেওয়া হয়। আজ লক্ষ্মী পুজো। তবে তিথি অনুযায়ী এবছর শুক্র ও শনি দুই দিন ধরে পড়ছে লক্ষ্মী পুজো। আজ ৫টা ৪৬ মিনিট থেকে আগামীকাল রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি। তাই দু'দিন সন্ধ্যায় পুজোর বিধান রয়েছে। মা লক্ষ্মীর হাত ধরেই ঘরে আসবে সমৃদ্ধি। তাই পুজোয় কোনওরকম কাপর্ণ্য চান না কেউই। কিন্তু সেই ধনদেবীর আরাধনা করতে গিয়েই মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে অগ্নিমূল্য বাজারদর । ফুল ফল থেকে শাক-সব্জি সব কিছুর দামই আকাশ ছোঁয়া। দাম বেড়েছে প্রতিমার, নব পত্রিকারও।
Continues below advertisement
Tags :
Provident Fund ABP Ananda Coconut Laddu Narkel Naru Lokkhi Pujo TMC-BJP Clash Bagnan ABP Ananda LIVE Lakshmi Puja TMC BJP