Aparupa Poddar:'২০২৪-এ মুখ্যমন্ত্রী অভিষেক',সাংসদ অপরূপা পোদ্দারের ট্যুইট, তুঙ্গে তরজা |Bangla News

Continues below advertisement

'২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে ওঁর অভিভাবকত্বে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।' গতকাল ফেসবুক পোস্ট করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের ফেসবুক পোস্টের পর ট্যুইট অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)।  তৃণমূল সাংসদ ট্যুইটে লিখেছেন, আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়। ট্যুইট তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।


ইদের সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে। রিজওয়ানুর রহমানের বাড়িতে ৩ বছর পর গেলেন মুখ্যমন্ত্রী। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মিনিট পঁচিশ পর ফিরে যান মুখ্যমন্ত্রী।


'মুম্বই যখন অবরুদ্ধ, রাহুল গাঁধী (Rahul Gandhi) তখন নাইট ক্লাবে। দলে যখন বিস্ফোরণ, রাহুল তখন নাইটক্লাবে।' ভিডিও ট্যুইট করে দাবি অমিত মালব্যর (Amit Malviya)। রাহুলকে নিয়ে বিজেপি নেতৃত্বের ট্যুইটে বিতর্ক। বিয়ের অনুষ্ঠানকে নাইট ক্লাব বলে খোঁচা? রাহুলের ভিডিও ট্যুইট একাধিক বিজেপি নেতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram