খড়গপুর থেকে হেঁটে মালদায় পৌঁছনোর চেষ্টা হায়দরাবাদ ফেরত পরিযায়ী শ্রমিকদের, সরকারি বাসে ফেরানোর ব্যবস্থা করেন সমবায়মন্ত্রী অরূপ রায়
Continues below advertisement
কপর্দকহীন অবস্থায় খড়গপুর থেকে হেঁটে মালদায় পৌঁছনোর চেষ্টা হায়দরাবাদ ফেরত পরিযায়ী শ্রমিকদের। হাওড়ার ডোমজুড়ে ৬ নম্বর জাতীয় সড়কে আটকায় পুলিশ। পরে ৫৪ জনের ওই দলটিকে দুটি সরকারি বাসে মালদায় ফেরানোর ব্যবস্থা করেন সমবায়মন্ত্রী অরূপ রায়। হায়দরাবাদের একটি কারখানায় ঠিকাদারের অধীনে কাজ করতেন মালদার ওই শ্রমিকরা। লকডাউনের জেরে কারখানা বন্ধ হয়ে যাওয়ায়, বাড়ি ফেরার জন্য ওই রাজ্যের নোডাল অফিসারের দ্বারস্থ হন তাঁরা। দলে রয়েছেন ১০ জন মহিলা ও ১০টি শিশু। অভিযোগ, সেখানে পুলিশ তাঁদের মেরে হঠিয়ে দেয়। শেষে হেঁটে তেলঙ্গানা সীমান্তে পৌঁছন ওই শ্রমিকরা। পরে পুলিশের সাহায্যে ৪০ হাজার টাকা দিয়ে ট্রাক ভাড়া করে এদিন সকালে পৌঁছন খড়গপুরে। টাকা ফুরিয়ে যাওয়ায় হেঁটেই মালদায় ফেরার চেষ্টা করছিলেন ওই শ্রমিকরা।
Continues below advertisement
Tags :
Migratory Workers Lockdown 3.0 Arup Roy Malda HYDERABAD Howrah Telengana Abp Ananda Kharagpur Coronavirus Covid-19