আজ দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, কোনদিকে সকলের নজর?
একুশের বিধানসভা ভোটের আগে আজ দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। দুপুর ২টোয় রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র।একদিকে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ। অন্যদিকে, দেশজুড়ে অর্থনৈতিক দুরবস্থা। দুয়ের চাপ সামলে পুরনো উন্নয়নমূলক প্রকল্পগুলিকে চালিয়ে যাওয়ার পাশাপশি, রাজ্য বাজেটে নতুন কোনও প্রকল্পের ঘোষণা হয় কিনা, তার দিকেই সবার নজর থাকবে।