স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থার কাজের জন্য শিয়ালদা মেন শাখায় আজ বাতিল ৫২টি ট্রেন, কোন কোন ট্রেন আছে এই তালিকায় দেখুন

একে টালা ব্রিজ বন্ধ। তার ওপর ইছাপুর থেকে নৈহাটির মধ্যে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থার কাজের জন্য গতকাল থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিয়ালদা মেন শাখায় বাতিল তিনশোরও বেশি লোকাল ট্রেন। আজ সোমবার সপ্তাহের প্রথম দিনই ৫২টি ট্রেন বাতিল। কাজের দিনে এতগুলি ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে গ্যালপিং ট্রেনগুলিকে সবকটি স্টেশনে দাঁড় করানোর সিদ্ধান্ত রেলের। ট্রেন বাতিলের বিষয়টি যাত্রীদের জানাতে স্টেশনে নাগাড়ে ঘোষণা।
সোমবার যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে ২ জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল। ১৩ জোড়া শিয়ালদা-নৈহাটি লোকাল। ২ জোড়া নৈহাটি-রানাঘাট লোকাল। ৭ জোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল। নৈহাটি-বজবজ লোকাল চলবে ব্যারাকপুর পর্যন্ত। এছাড়া, দূরপাল্লার একাধিক ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। সেগুলি হল, সীতামারি এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, পটনা এক্সপ্রেস। গঙ্গাসাগর এক্সপ্রেস ডানকুনি দিয়ে চালানো হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola