Bengal Covid: করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে স্কুল খোলা নিয়ে ফের সংশয়| Bangla News

Continues below advertisement

আশঙ্কা সত্যি করে, পুজোর পর থেকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এই প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছে স্কুল খোলা নিয়ে। পরিস্থিতি এরকম থাকলে আদৌ কি স্কুল খোলা সম্ভব হবে? আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা। 

পাঁচ বছরের ছোট্ট অনহিতা দেড় বছর আগে সাউথ পয়েন্টে ভর্তি হয়েছিল। কিন্তু, এই দেড় বছরে একদিনও সে স্কুলে যেতে পারেনি। করোনার কোপে বহু শিশুরই এখন এই অবস্থা। প্রায় ঊনিশ মাস ধরে বাড়িতে বন্দি পড়ুয়ারা। ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু, অনলাইন শিক্ষা কি স্কুলের বিকল্প হতে পারে? ঢাকুরিয়ার বাসিন্দা অভিরূপ সেন যখন ক্লাস ওয়ানে পড়ে, তখন স্কুল বন্ধ হয়েছিল। তারপর থেকে স্কুলে না গিয়ে, এখন সে ক্লাস থ্রি-তে। কিন্তু, এভাবে আর কতদিন? উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সমৃদ্ধি গুহঠাকুরতা ভেবেছিল, পুজোর পর স্কুল খুলতে পারে। কিন্তু, পুজোয় জনপথে জনসমুদ্রের পর যেভাবে করোনা বাড়ছে, তাতে আশা বদলে গেছে আশঙ্কায়। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এনিয়ে মন্তব্য করতে চাননি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram