ভাটপাড়া-নৈহাটি সমবায়ে ঋণ-প্রতারণার অভিযোগ: ভুয়ো ওয়ার্ক অর্ডার দেখিয়ে ঋণ, ২৪ ঘন্টার মধ্যেই ট্রান্সফার অন্য অ্যাকাউন্টে, দাবি পুলিশ সূত্রে

Continues below advertisement
২০১৮ সালে দেওয়া ঋণের ২৪ কোটি টাকার কোনও হদিশ নেই। পুরসভার ভুয়ো ওয়ার্ক অর্ডার দেখিয়ে নেওয়া হয়েছে ঋণ। ঋণের টাকা জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই, তা ট্রান্সফার হয়েছে অন্য অ্যাকাউন্টে। ঋণের চুক্তিপত্রেও ব্যাপক অসঙ্গতি। পুলিশ সূত্রে দাবি, ভাটপাড়া-নৈহাটি সমবায়ে ঋণ-প্রতারণার অভিযোগের ঘটনায় তদন্তে নেমে এমনই তথ্য হাতে এসেছে। ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
দফায় দফায় প্রশ্ন করা হয়েছে কয়েকজন ঋণগ্রহীতাকেও। তদন্তকারীদের অনুমান, ভাটপাড়া-নৈহাটি সমবায়ে দুর্নীতির অঙ্ক কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram