নির্যাতিতার বাড়িতে একদিন না একদিন যাবই, কতদিন আটকাবে? হাথরসকাণ্ডে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর
Continues below advertisement
হাথরসকাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে এই প্রথম রাস্তায় নামলেন তৃণমূলনেত্রী। বিজেপিকে মহামারীর সঙ্গে তুলনা করে রাজনৈতিক প্রচারের সুরটাও বেঁধে দিলেন তিনি।
উত্তর প্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নির্যাতন ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ।
এবার প্রতিবাদে পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে এই প্রথম রাস্তায় নেমে মিছিল করলেন। শনিবার বিকেল ৪টে নাগাদ। বিড়লা তারামণ্ডলের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিল যায় মেয়ো রোডে গাধী মূর্তির সামনে পর্যন্ত। হাতে টর্চ নিয়ে হাঁটেন মমতা। বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। তার আগে এদিন সভামঞ্চ থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক প্রচারের সুরটাও বেঁধে দিলেন মমতা।
উত্তর প্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নির্যাতন ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ।
এবার প্রতিবাদে পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে এই প্রথম রাস্তায় নেমে মিছিল করলেন। শনিবার বিকেল ৪টে নাগাদ। বিড়লা তারামণ্ডলের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিল যায় মেয়ো রোডে গাধী মূর্তির সামনে পর্যন্ত। হাতে টর্চ নিয়ে হাঁটেন মমতা। বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। তার আগে এদিন সভামঞ্চ থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক প্রচারের সুরটাও বেঁধে দিলেন মমতা।
Continues below advertisement
Tags :
ABP Ko Mat Roko Hathras Media Ban Hathras Rape Uttar-Pradesh Yogi Adityanath Abp Ananda Hathras BJP TMC Mamata Banerjee