ইংরেজবাজারে আমবাগান থেকে উদ্ধার বোমা ও বোমা তৈরির সরঞ্জাম
ইংরেজবাজারে দক্ষিণ কালিবাড়ি এলাকায় আমবাগান থেকে উদ্ধার বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। গতকাল বিকেলে স্থানীয়দের নজরে পড়ে বোমা তৈরির সরঞ্জাম। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় দুটি তাজা বোমা। উদ্ধার হওয়া বোমা সন্ধ্যায় নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াডের দল। স্থানীয়দের অনুমান, আমবাগানে বোমা তৈরি করছিল দুষ্কৃতীরা। কীভাবে বোমা ও বিস্ফোরক আমবাগানে এল, তা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।