আলিপুরদুয়ার-ভুটান সীমান্তের জয়গাঁ থেকে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া- সহ দুজন গ্রেফতার
আলিপুরদুয়ার-ভুটান সীমান্তের জয়গাঁ থেকে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া- সহ দুজন গ্রেফতার। ধৃতরা ভুটানের নাগরিক। গতকাল বন দফতর ও এসএসবি ব্যাটেলিয়ন যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের জালে তোল। বন দফতর জানিয়েছে, নেপালে পাচারের লেপার্ডের চামড়া নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের আজ আলিপরদুয়ার জেলা আদালতে তোলা হবে।