মালদায় তৃণমূল নেত্রীর ভাইয়ের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ছেলেকে প্রাথমিকের শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
Continues below advertisement
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ছেলেকে প্রাথমিকের শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুরাতন মালদার ঘটনা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী অনিল সরকারের অভিযোগ, ২০১৪-য় তাঁর ছেলেকে প্রাথমিকে শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা নেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ প্রতিভা সিংহর ভাই প্রণব সিংহ ও তাঁর স্ত্রী শম্পা কুণ্ডু। চাকরি না মেলায়, বারবার ফেরত চাওয়া সত্ত্বেও টাকা মেলেনি। এমনকি দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ। জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায়, তৃণমূলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্মী। বছরতিনেক আগে প্রণব সিংহর মৃত্যু হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল না বলে দাবি করেছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। তবে দলের জেলানেত্রীর বিরুদ্ধে দুর্নীতির কার্যত অভিযোগ স্বীকার করে নিয়েছেন প্রাক্তন মন্ত্রী।
Continues below advertisement