বর্ধমান স্টেশন দুর্ঘটনা : রবিবার ভোররাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু ১ জনের
Continues below advertisement
বর্ধমান স্টেশনের মূল প্রবেশপথের একাংশ ভেঙে পড়ার ঘটনায় ১ জনের মৃত্যু। আহত আরও ১। গতকাল রাত সোয়া ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। ওই সময় স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন বহু মানুষ। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ভিড় ছিল। মূল প্রবেশ পথের একাংশ ভেঙে পড়ে ২ জন আহত হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। ভোররাতে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় বছর পঁয়ত্রিশের ওই যুবকের। ঘটনার জেরে বর্ধমান জংশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। তবে রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি। বর্ধমানে পৌঁছেছেন হাওড়ার ডিআরএম। বিপর্যয়ের তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের কথা ঘোষণা করেছে রেল
Continues below advertisement
Tags :
Burdwan Station Mishap