রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ: বেলডাঙা স্টেশনে আগুন, অবরুদ্ধ জাতীয় সড়ক
Continues below advertisement
জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙায় অবরোধ। আগুন লাগিয়ে দেওয়া হল বেলডাঙা স্টেশনে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে। ভাঙচুরের পর আগুন লাগানো হয় টিকিট কাউন্টারেও। প্রাণ বাঁচাতে বেলডাঙা স্টেশন ছেড়ে পালান রেলকর্মীরা। ৩৪ নম্বর জাতীয় সড়কেও আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। ক্ষোভের আঁচ থেকে রেহাই পায়নি অ্যাম্বুল্যান্সও। অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। লালগোলা-কৃষ্ণনগর ট্রেন চলাচল বন্ধ। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে লালগোলা-কৃষ্ণনগর ট্রেন চলাচল। ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।
Continues below advertisement
Tags :
Beldanga Rail Station Beldanga Rail Station Set On Fire Citizenship Ammendment BIll CAB Protest CAB Protest In Bengal Cab Abp Ananda West Bengal