স্থল সীমান্ত বাণিজ্য নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের
Continues below advertisement
স্থল সীমান্ত বাণিজ্য চালু নিয়ে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত। সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। মুখ্যসচিব রাজীব সিনহাকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ভারত-নেপাল, ভারত-ভূটান ও ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলপথে বাণিজ্য চালু করার জন্য গত ২৪ এপ্রিল সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তারা কী পদক্ষেপ করেছে সে বিষয়ে কোনও রিপোর্ট পাঠায়নি। উল্টে রিপোর্ট এসেছে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত দিয়ে এখনও স্থলপথে বাণিজ্য চালু হয়নি। এর জেরে অনেক পণ্যবাহী ট্রাক সীমান্তের দু’দিকে দাঁড়িয়ে রয়েছে। ওই চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব লিখেছেন যে, এ সংক্রান্ত আইনে বলা আছে, কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তি মোতাবেক পণ্যবাহী গাড়ি সীমান্তে আটকাতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ওই চিঠিতে দ্রুত স্থল সীমান্ত বাণিজ্য চালু করে মুখ্যসচিবকে রিপোর্ট পাঠাতে বলেছেন।
Continues below advertisement
Tags :
Petrapole Trade C Entral Govenmnet Letter Bangladesh Trade Chief Secretary Abp Ananda India Lockdown