বিধানসভায় তাপস রায়ের সঙ্গে মনোজ চক্রবর্তীর বচসা ঘিরে উত্তেজনা, পরে অধ্যক্ষের ঘরে মিটমাট
Continues below advertisement
বিধানসভায় তাপস রায়ের সঙ্গে মনোজ চক্রবর্তীর বচসা ঘিরে উত্তেজনা। পরে অধ্যক্ষের ঘরে মিটমাট। দু’পক্ষেরই দুঃখপ্রকাশ।
বিধানসভায় কম মন্ত্রী কেন, প্রশ্ন তোলেন বিরোধীরা। মন্ত্রীদের আসার নির্দেশ বিধানসভার অধ্যক্ষের। তখনই কক্ষে ঢোকেন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়। বিলম্ব নিয়ে কংগ্রেস বিধায়কের প্রশ্নের পরেই বচসা। পরিস্থিতি সামাল দেন কয়েকজন মন্ত্রী। যা ঘটেছে তা অনভিপ্রেত, মন্তব্য স্পিকারের। ‘মনোজ চক্রবর্তী ইচ্ছাকৃতভাবে উত্যক্ত করেন’, পাল্টা দাবি তাপস রায়ের। কেন দুঃখপ্রকাশ করেননি? এই দাবিতে ওয়াক আউট করেন বিরোধীরা।
বিধানসভায় কম মন্ত্রী কেন, প্রশ্ন তোলেন বিরোধীরা। মন্ত্রীদের আসার নির্দেশ বিধানসভার অধ্যক্ষের। তখনই কক্ষে ঢোকেন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়। বিলম্ব নিয়ে কংগ্রেস বিধায়কের প্রশ্নের পরেই বচসা। পরিস্থিতি সামাল দেন কয়েকজন মন্ত্রী। যা ঘটেছে তা অনভিপ্রেত, মন্তব্য স্পিকারের। ‘মনোজ চক্রবর্তী ইচ্ছাকৃতভাবে উত্যক্ত করেন’, পাল্টা দাবি তাপস রায়ের। কেন দুঃখপ্রকাশ করেননি? এই দাবিতে ওয়াক আউট করেন বিরোধীরা।
Continues below advertisement