তৃণমূল ছাত্র পরিষদের ধর্নাস্থলে তিন উপাচার্য, তুঙ্গে রাজনৈতিক তরজা

Continues below advertisement
তৃণমূল ছাত্র পরিষদের ধর্নাস্থলে তিন উপাচার্যের উপস্থিতি ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। মঙ্গলবারই একটি পরিষদ গঠনের কথা ঘোষণা করেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা। কিন্তু, তারপরই টিএমসিপির ধর্নায় তিন উপাচার্যর ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় শিক্ষামহলে। শিক্ষাবিদদের একাংশ বলছেন এ তো নিজের আইন নিজেরই ভাঙার সমান! কারণ, সংশোধিত পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন ২০১১তে বলা হয়, যদি কোনও উপাচার্য রাজনৈতিক দলের সদস্য হন বা তাঁর রাজনৈতিক সংশ্রব থাকে বা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে আচার্য তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দিতে পারেন। কিন্তু, মঙ্গলবারের ছবি দেখার পর বিরোধীরা অভিযোগ করছে, এখন রাজনৈতিক সংশ্রবকে উত্‍সাহ দিচ্ছে খোদ সরকারই। অসন্তোষের সুর শোনা গিয়েছে শিক্ষাবিদদের গলাতেও। সুগত বসু বলেছেন, নিরপেক্ষ না হলে উন্নতি সম্ভব নয়। বিশিষ্ট নাগরিক ও বিদ্বানদেরই আচার্য ও উপাচার্য হওয়া উচিত। যিনি মাথা উঁচু করে থাকতে পারবেন। কেউ তাঁদের টলাতে পারবেন না। তৃণমূল ছাত্র পরিষদের ধর্নায় উপাচার্যদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যপাল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সব মিলিয়ে এই ইস্যুতে এখন রাজ্য রাজনীতিতে জোর তরজা। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram