Corona: বাংলায় একদিনে আক্রান্ত ৮০৩, 'পুজোর পর রাজ্যে কমেছে পরীক্ষা', উদ্বিগ্ন কেন্দ্র | Bangla News
পুজোর পর রাজ্যে কমেছে করোনা (Corona) পরীক্ষা, উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি কেন্দ্রের। জুন পর্যন্ত দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা প্রায় ৬৮ হাজার। বর্তমানে দৈনিক করোনা পরীক্ষার গড় সংখ্যা ৩৯ হাজার। কিন্তু পজিটিভিটি রেট ২.১ শতাংশ। সাত জেলায় পজিটিভিটি রেট ২ শতাংশের বেশি। সবথেকে কম পরীক্ষা হচ্ছে হুগলি, কোচবিহার-সহ ৪টি জেলায়। সেখানে এত কম দৈনিক করোনা পরীক্ষা উদ্বেগের। অবিলম্বে দৈনিক করোনা পরীক্ষা বাড়াতে পরামর্শ কেন্দ্রের।
এদিকে, রাজ্যে ফের দৈনিক করোনা (Corona) সংক্রমণ ৮০০-র উপরে। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮০৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১২ জনের। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণের হার ২ শতাংশের ওপরেই। শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২৫০। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা ৩৯ হাজার।
অন্যদিকে, 'খুব শীঘ্রই স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা ( International Flight Service)। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এই পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাওয়া হয়েছে আরও সিআইএসএফ (CISF)', জানালেন অসামরিক বিমান মন্ত্রকের সচিব। করোনার (Corona) কারণে গত বছরের ২২ মার্চ থেকে বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা।