Corona: পুজোয় শিকেয় করোনা বিধি, ডবল ডোজ নিয়েও রেহাই নেই করোনা সংক্রমণে | Bangla News

Continues below advertisement

পুজোয় উপচে পড়া ভিড়। আশঙ্কা সত্যি করে গতি পেয়েছে করোনা সংক্রমণ। চিকিৎসক থেকে বিশেষজ্ঞ প্রত্যেকেই একমত যেভাবে পুজোর সময় সাধারণ মানুষ করোনবিধির তোয়াক্কা না করে রাস্তায় নেমেছিলেন এবার তার ফল ভোগ করতে হতে পারে। অনেকেই পুজোর আগে ডবল ডোজ হয়ে গেছে বলে নিশ্চিন্ত ছিলেন। অনেকেই ভিড় ঠেলে প্যান্ডেল হপিং করেছেন। মাস্ক পরারও বিশেষ প্রয়োজনবোধ করেননি। পরিণাম দেখা যাচ্ছে হাতেনাতে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বুধবার কলকাতায় সংক্রমিত ২৪৪ জনের মধ্য়ে ১৩২ জনেরই দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার কলকাতায় ৩৬২ জন সংক্রমিতের মধ্য়ে দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। শুক্রবারের পাওয়া পরিসংখ্য়ান অনুযায়ী ৩১৯ জন সংক্রমিতের মধ্য়ে ১৫০ জনেরই ডবল ডোজ ভ্য়াকসিন হয়ে গেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram