Corona: নয়া প্রোটোকল, করোনা চিকিৎসায় বাদ পড়ছে মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির | Bangla News
Continues below advertisement
করোনা আক্রান্তদের চিকিত্সায় আর মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির রাজ্যে ব্যবহার করা যাবে না। আজ করোনা চিকিত্সা নিয়ে নতুন যে প্রোটোকল প্রকাশ করেছে স্বাস্থ্যভবন, তাতেই এ কথা জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের মৃদু উপসর্গ থাকলেও স্টেরয়েড ব্যবহার করা যাবে না। যে করোনা রোগীদের প্রচণ্ড কাশি হচ্ছে, তাঁদের ক্ষেত্রে একটি বিশেষ ধরনের ইনহেলার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির বাদ দেওয়া হয়েছে কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে এর উল্লেখ নেই।
Continues below advertisement
Tags :
Coronavirus COVID19 Night Curfew COVID Guidelines Coronavirus Cases In Bengal Covid Testing WB Covid Restriction Omicron Omicron Variant WB Covid Guidelines Bengal Corona Tally WB Night Curfew Bengal Omicron Tally