দেহ সৎকার করেছে পরিবার, ২ দিন পর জানা গেল রিপোর্ট করোনা পজিটিভ ছিলেন মৃত
Continues below advertisement
হাওড়ায় মৃত্যুর ২ দিন পর মৃতের করোনা রিপোর্ট পজিটিভ এল। রিপোর্ট আসার আগেই পরিবারকে দেহ হস্তান্তর করে হাওড়া জেলা হাসপাতাল। ফলে, দেহ সৎকারের পর সংক্রমণের আতঙ্কে ভুগছেন মৃতের পরিবার ও স্থানীয়রা। এনিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, রিপোর্ট কেন দেরিতে আসছে তা খতিয়ে দেখা হবে।
Continues below advertisement
Tags :
Howrah District Hospital Health Department ABP Live Corona Death Corona Cremation Howrah Funeral Abp Ananda Covid-19