কলকাতায় করোনাভাইরাস সতর্কতা, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৪
বেলেঘাটা আইডি হাসপাতালে চারজনকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হলেও একজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরইমধ্যে আবার সিঙ্গাপুর থেকে আসা রাজ্যের এক বাসিন্দাকে আজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। দার্জিলিঙের এক বাসিন্দাকেও হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।