আজ বিকাল ৫টা থেকে গোটা রাজ্যে লকডাউন, সময়সীমা বেড়ে ৩১ মার্চ
Continues below advertisement
লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পরিস্থিতি বিচার করে কলডাউনের মেয়াদ ৩১ তারিখ পর্যন্ত করা হল। কার্যকর হচ্ছে আজ বিকেল থেকেই। এদিন মমতা বলেন, পরিস্থিতির অস্বাভাবিকতাকে লক্ষ্য করে আজ বিকেল ৫ টা থেকে সর্বত্র রাজ্যের সর্বত্র লকডাউন। ৩১ মার্চ পর্যন্ত। কেস স্টাডি করে দেখলাম, এক লক্ষ মানুষকে আক্রান্ত করতে ৬৭ দিন টাইম নেয়। পরের একলক্ষ মানুষকে আক্রান্ত করতে ৪ দিন সময় নেয়।
মুখ্যমন্ত্রী জানান, সবার ভালর কথা মাথায় রেখেই এই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যাতে সকলে ভাল থাকে, একটু কষ্ট করতে হবে। দুর্ভোগে সামিল হয়েই কাজ করতে হবে। ফ্রি রেশন বলে দিয়েছি আগামী ছ মাস। যারা অসংগঠিত ক্ষেত্রে আছে দিন আনি দিন খায়, তাদের জন্য নতুন স্কিম- প্রচেষ্টা। ১৫-৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া হবে। ১ হাজার টাকা করে সরকার দেবে।
মুখ্যমন্ত্রী জানান, সবার ভালর কথা মাথায় রেখেই এই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যাতে সকলে ভাল থাকে, একটু কষ্ট করতে হবে। দুর্ভোগে সামিল হয়েই কাজ করতে হবে। ফ্রি রেশন বলে দিয়েছি আগামী ছ মাস। যারা অসংগঠিত ক্ষেত্রে আছে দিন আনি দিন খায়, তাদের জন্য নতুন স্কিম- প্রচেষ্টা। ১৫-৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া হবে। ১ হাজার টাকা করে সরকার দেবে।
Continues below advertisement
Tags :
Prachesta Lock Down Till 31 March Lock Down In West Bengal Corona In West Bengal Corona Virus Corona In Bengal Corona Lockdown Abp Ananda Covid-19 Mamata Banerjee