রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৩, আক্রান্তের সংখ্য়া ২৬
Continues below advertisement
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু মাঝবয়সী মহিলার। এই নিয়ে রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হল। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে ওই মহিলার মৃত্যু হয়। তাঁর আগে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ হয়। তবে রিপোর্ট এসে পৌঁছোয় গতকাল রাতে। তার অনেক আগেই মৃত্যু হয় ওই মহিলার। সূত্রের খবর, মৃত ব্যক্তি সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে ফিরেছিলেন। মৃত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। হাওড়া জেলা হাসপাতালে যে সব চিকিত্সক ও নার্স ওই ব্যক্তির চিকিত্সায় যুক্ত ছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে।
রাজ্যে নতুন করে তিনজন করোনা আক্রান্তের হদিশ। একজন ভর্তি সল্টলেক আমরিতে। দ্বিতীয়জন ভর্তি ঢাকুরিয়া আমরিতে। আর তৃতীয়জন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যিনি ভর্তি তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। তাঁর বয়স ৩২। ঢাকুরিয়া আমরিতে যিনি ভর্তি, তাঁর বয়স ৫২। বাড়ি টালিগঞ্জে। তিনজনেরই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। হাওড়া জেলা হাসপাতালে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৬।
রাজ্যে নতুন করে তিনজন করোনা আক্রান্তের হদিশ। একজন ভর্তি সল্টলেক আমরিতে। দ্বিতীয়জন ভর্তি ঢাকুরিয়া আমরিতে। আর তৃতীয়জন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যিনি ভর্তি তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। তাঁর বয়স ৩২। ঢাকুরিয়া আমরিতে যিনি ভর্তি, তাঁর বয়স ৫২। বাড়ি টালিগঞ্জে। তিনজনেরই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। হাওড়া জেলা হাসপাতালে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৬।
Continues below advertisement
Tags :
Midnapore Medical College And Hospital Death Due To COVID-19 Saltlake AMRI Amri Hospital Coronavirus Death Coronavirus In India Coronavirus Symptoms Abp Ananda Coronavirus Update West Midnapore Coronavirus