দেড় ঘণ্টা অ্যাম্বুল্যান্সে রোগী, ফের হয়রানির অভিযোগ কলকাতা মেডিক্যালে
করোনা রোগীর ভর্তিতে ফের হয়রানির অভিযোগ কলকাতা মেডিক্যালে। পরিবারের দাবি, রোগীকে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে আনা হয়, হাসপাতাল জানায় যে তাদের ছোট অক্সিজেন সিলিন্ডার নেই। অ্যাম্বুল্যান্সের অক্সিজেন দিয়েই রোগীকে আনতে বলা হয়। প্রায় দেড় ঘণ্টা অ্যাম্বুলেন্সেই অপেক্ষা করেন রোগী। এক ঘন্টা পর দেওয়া হয় ছোট অক্সিজেন সিলিন্ডার। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, গোটা বিষয়টা এমার্জেন্সিতে জানালে সমস্যা হতো না।
Tags :
COVID Update Calcutta Medical Covid Patient Oxygen Ambulance ABP Live Abp Ananda Coronavirus Covid-19