ফিল্মস্টার: রিয়া চক্রবর্তীর নির্দেশে তাঁকে ছাঁটাই করা হয়েছিল, দাবি সুশান্তের প্রাক্তন রাঁধুনির
রিয়া চক্রবর্তীর নির্দেশেই নাকি তাঁকে কাজ থেকে সরানো হয়েছিল, অভিযোগ সুশান্তের প্রাক্তন রাঁধুনির। তাঁর দাবি, রিয়ার প্ররোচনাতেই সরানো হয় সুশান্তের ড্রাইভার ও অ্যাকাউন্ট্যান্টকে। সুশান্তের মৃত্যুর সঠিক তদন্তের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন বোন শ্বেতা। অন্যদিকে, সেনা সম্পর্কিত কোনও ছবি বা ওয়েব সিরিজ তৈরি করতে হলে ভারতীয় সেনার থেকে এনওসি নিতে হবে। এই মর্মে সেনার পক্ষ থেকে চিঠি লেখা হল সেন্সর বোর্ড ও তথ্য সম্প্রচার মন্ত্রককে। এক্স.এক্স.এক্স সিরিজে সেনার অবমাননা করার অভিযোগ ওঠে এবং তার জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
Tags :
X.X.X WEB SERIES ABP Live Shweta Singh Kirti Ritabhari Chakraborty Films Indian Army Abp Ananda Salman Khan Sushant Singh Rajput Rhea Chakraborty