হুগলির ২১টি কনটেনমেন্ট জোন পরিদর্শন রাজ্যের স্বাস্থ্য সচিবের
Continues below advertisement
হুগলিতে ২১টি কনটেনমেন্ট জোন। রাজ্যের স্বাস্থ্য সচিব, হুগলির জেলা শাসক, শ্রীরামপুর, কোন্নগর, রিষড়া, বৈদ্যবাটি, উত্তরপাড়া এলাকায় কনটেনমেন্ট জোনগুলি ঘুরে দেখেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, এলাকার বাজার কমিটিগুলিকে স্বাস্থ্যবিধি মানার জন্যে নোটিস পাঠানো হবে বলে জানান জেলাশাসক। তৎপর পুলিশ-প্রশাসনও। পুলিশ প্রয়োজনীয় সামগ্রী বাসিন্দাদের কাছে পৌঁছে দিচ্ছে, তাঁদের প্রয়োজনের বিষয়ে খোঁজ রাখছে।
Continues below advertisement
Tags :
Hooghly Police Hooghly Containment Zone Health Secretary District Magistrate ABP Live Dm Hooghly Abp Ananda