করোনা কি না নিশ্চিত না হওয়ায় আমহার্স্ট স্ট্রিটে দু-দিন ধরে বাড়িতে পরে বৃদ্ধের মৃতদেহ
Continues below advertisement
করোনা নিশ্চিত না হওয়ায় দু-দিন ধরে বাড়িতে পরে মৃতদেহ, আর্মহাস্ট স্ট্রিট-এর আবাসনের ফ্ল্যাটেই রাখা বৃদ্ধের মৃতদেহ। করোনা উপসর্গ থাকায় সোমবার বৃদ্ধের নমুনা পরীক্ষার এক ঘণ্টার মধ্যেই মৃত্যু বৃদ্ধের। কাল সন্ধ্যায় বৃদ্ধের রিপোর্ট পজিটিভ আসে। অবশেষে দু-দিন পর আজ দেহ সৎকারের উদ্যোগ পুরসভার। এই মুহূর্তে কলকাতা পুরসভার থেকে একটি গাড়ি এসে পৌঁছেছে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্যে। তবে ৪৮ ঘণ্টা পার হয়ে যাওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে।
Continues below advertisement
Tags :
Housing Society Corona Report Amherst Street ABP Live Kolkata Municipal Corporation Abp Ananda Kmc Coronavirus