Dengue-Malaria Situation: সমন্বয় থেকে নজরদারি, ডেঙ্গি-ম্যালেরিয়া দমনে কিছুই নেই, সরকারি চিঠিতে তোলপাড়| Bangla News

Continues below advertisement


রাজ্যের ডেঙ্গি (Dengue)-ম্যালেরিয়া (Malaria) পরিস্থিতি নিয়ে নগরোন্নয়ন দফতরের চিঠিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের সব পুরসভার (Municipal) সঙ্গে বৈঠকের পর চিঠি। সমন্বয়ের অভাব সার্ভে টিম এবং পুর কর্তৃপক্ষের মধ্যে। পুরসভা এবং স্বাস্থ্য দফতরের মধ্যেও সমন্বয়ের অভাব। রাজ্যস্তরে পরিস্থিতির ওপর নজরদারির অভাব। মশার হটস্পট চিহ্নিত করার ক্ষেত্রে গাফিলতি। মশাদমন অভিযানে গাফিলতি, মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের সরবরাহ করা তেল নিম্নমানের। কলকাতা (Kolkata) সহ ২৫ পুরসভা ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত। সব পুরসভাকে চিঠি দিয়ে জানাল নগরোন্নয়ন দফতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram