Aaj Banglay: দিল্লি পুরসভা ভোটের প্রচারেও বাংলার কথা দিলীপের মুখে

Continues below advertisement

দিল্লি পুরসভার ভোটের প্রচারেও দিলীপের মুখে বাংলার হিংসা থেকে দুর্নীতি। ‘মমতার ভাই কেজরি, ফ্রি করতে করতে সরকারের বেহাল অবস্থা’, বকেয়া ডিএ থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ। দিল্লির পুরভোটের প্রচারে অনুব্রত থেকে অখিলকে আক্রমণে দিলীপ। ‘দিল্লিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে কেজরিওয়াল, বাংলায় মমতা। বিজেপিকে সাম্প্রদায়িক বলে তৃণমূল, ভোটব্যাঙ্কের জন্য রোহিঙ্গাদের আশ্রয়। বাংলায় বোমা-গুলির লড়াই, তৃণমূলের লোকেরাও খুন হচ্ছে। তৃণমূলের কর্মীরাও খুন হচ্ছেন, কেননা দলটাই সমাজবিরোধীদের ঘাঁটি’, দিল্লি পুরসভার প্রচারে গিয়ে তৃণমূল সরকারের উদাহরণ টেনে আক্রমণ। 

বীরভূমের সাঁইথিয়া বিস্ফোরণকাণ্ডের তদন্ত NIA করবে কি না, তা নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এবং পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিস্ফোরণকাণ্ড নিয়েও সেই একই নির্দেশ দিল আদালত। 

জেলা নেতৃত্বকে না জানিয়েই ৪টি অঞ্চলের সভাপতিদের নাম ঘোষণা করেছেন কেশপুরের তৃণমূলের ব্লক সভাপতি! এমনই অভিযোগ তুলেছেল ব্লক সহ সভাপতিরা। সভাপতির সিদ্ধান্ত তাঁরা মানছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। পঞ্চায়েতের টিকিট বিক্রি নিয়ে অশান্তি, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram