উত্তর হাওড়ার কয়েকটি ওয়ার্ডে পুরসভার কল থেকে পড়ছে ঘোলা জল, তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা
Continues below advertisement
কল খুলতেই ঘোলা জল! নিরুপায় হয়ে সেই জল পান করতে বাধ্য হচ্ছে বহু মানুষকে। অভিযোগ, এর জেরে বাড়ছে রোগভোগও। একটা-দুটো ওয়ার্ড নয়, উত্তর হাওড়ার অন্তত সাত-আটটি ওয়ার্ডে এখন বাসিন্দাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘোলা জল।
পদ্মপুকুর জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হয় হাওড়া পুরসভার ৬৬টি ওয়ার্ডে। মূলত ২, ৩, ৪, ৫, ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডে ঘোলা জলের সমস্যা প্রকট। চলতি মাসের গোড়া থেকেই অপরিশুদ্ধ জল মিলছে বলে অভিযোগ স্থানীয়দের।
২০১৮-তে শেষ হয়েছে হাওড়া পুরসভার মেয়াদ। জলের সমস্যার কথা মেনে নিয়েছেন হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণও। তিনি জানিয়েছেন, ‘কয়েকটা ওয়ার্ডে সমস্যা দেখা দিয়েছে। পদ্মপুকুর ও ভূর্গভস্তের জল পরীক্ষা করেছি, দেখেছি ঠিক আছে, মনে হচ্ছে কোথাও পাইপে ফাটল হয়েছে। কয়েকজনের ডায়ারিয়া হয়েছে বলে শুনেছি, চেষ্টা করছি দ্রুত ফাটল মেরামত ও আর যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।’
চলতি বছরেই হাওড়া পুরসভায় ভোট হওয়ার কথা। তার আগেই এই ঘোলা জল নিয়ে রাজনীতির জল ঘোলাও কম হচ্ছে না। জলের সমস্যাকে নিয়ে পুরসভাকে একহাত নিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। হাওড়া সদরের তৃণমূল সভাপতি তথা মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, ‘জলের সমস্যা মেটাতে যা করণীয় আমরা করব। বিজেপি আগে কেন্দ্রে ঠিকভাবে সরকার চালাক, অন্যের খুঁত ধরতে হবে না।’
পদ্মপুকুর জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হয় হাওড়া পুরসভার ৬৬টি ওয়ার্ডে। মূলত ২, ৩, ৪, ৫, ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডে ঘোলা জলের সমস্যা প্রকট। চলতি মাসের গোড়া থেকেই অপরিশুদ্ধ জল মিলছে বলে অভিযোগ স্থানীয়দের।
২০১৮-তে শেষ হয়েছে হাওড়া পুরসভার মেয়াদ। জলের সমস্যার কথা মেনে নিয়েছেন হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণও। তিনি জানিয়েছেন, ‘কয়েকটা ওয়ার্ডে সমস্যা দেখা দিয়েছে। পদ্মপুকুর ও ভূর্গভস্তের জল পরীক্ষা করেছি, দেখেছি ঠিক আছে, মনে হচ্ছে কোথাও পাইপে ফাটল হয়েছে। কয়েকজনের ডায়ারিয়া হয়েছে বলে শুনেছি, চেষ্টা করছি দ্রুত ফাটল মেরামত ও আর যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।’
চলতি বছরেই হাওড়া পুরসভায় ভোট হওয়ার কথা। তার আগেই এই ঘোলা জল নিয়ে রাজনীতির জল ঘোলাও কম হচ্ছে না। জলের সমস্যাকে নিয়ে পুরসভাকে একহাত নিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। হাওড়া সদরের তৃণমূল সভাপতি তথা মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, ‘জলের সমস্যা মেটাতে যা করণীয় আমরা করব। বিজেপি আগে কেন্দ্রে ঠিকভাবে সরকার চালাক, অন্যের খুঁত ধরতে হবে না।’
Continues below advertisement