এক ঝলকে ৫ জুলাই : ২৩ জেলার বাছাই করা খবর এক নজরে
ভ্যাকসিন বিতর্কে আসানসোলের (Asansol) বিদায়ী ডেপুটি মেয়র তবসসুম আরার (Tabassum Ara) বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)। কোনও অসুবিধা না হলেও বেশ দুশ্চিন্তায় রয়েছেন ভ্যাকসিন গ্রহীতা মহিলা। তাঁর সঙ্গে দেখা করলেন পুরসভার চিকিৎসক। সিণ্ডিকেট থেকে প্রমোটিং রাজের জেরেই বেলঘরিয়ায় (Belgharia) শ্যুটআউট, বেলঘরিয়ার পার্টি অফিসে হামলা বলে পুলিশ সূত্রে দাবি। ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির মদত, অভিযোগ কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। মদন মিত্রের অনুগামীদের দিকে পাল্টা অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বীজপুরের মালঞ্চ রোডের ধার থেকে এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জন্য উপহারে আম পাঠালেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী সেখ হাসিনা। উত্তর ২৪ পরগণার বনগাঁ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছায় ২৬০০ কেজি আম। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে পার্কিংলটে দাঁড়িয়ে থাকা ৪টি বাসে হঠাৎই আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত তিনটি বাস।