করোনা আবহে ‘কাওয়াসাকি’ বা জাপানি জ্বর চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের
Continues below advertisement
একে করোনা তার ওপর কাওয়াসাকি বা জাপানি জ্বর। জোড়া জটিল রোগকে হারিয়ে ঘরে ফিরল হুগলির চার মাসের ফুটফুটে শিশু। করোনা আবহে এই রোগ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। এই রোগের উপসর্গ অনেকটাই করোনার মতো। অন্যান্য উপসর্গ হল, জিভ ও ঠোঁট টুকটুকে লাল, শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ। সঙ্গে ফুলে ওঠে গলার একাংশ।
Continues below advertisement