Dola Sen: হার হজম হচ্ছে না বলেই সংসদে বাংলার হিংসা নিয়ে সরব মোদি-শাহ: দোলা সেন ।Bangla News
Continues below advertisement
'এখানে ল্যান্ড স্লাইড ভিকট্রি। ২১৫টা আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মানুষের আর্শীবাদ পেয়েছেন মমতা। আর গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে। যারা হেরে গেছে তাদের হার হজম হচ্ছে না। সেজন্য প্রধানমন্ত্রী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বাংলায় হিংসা নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবীদের দলীয় সংগঠন এখানে আসতেই পারেন। রাষ্ট্রপতি শাসন দাবি করতে পারেন। গণতান্ত্রিক দেশে সব অধিকার আছে। তবে আমাকে দেখেই মানবাধিকার কমিশনের এই প্রসঙ্গ বর্হিভূত মন্তব্য একেবারেই সমর্থন যোগ্য নয়।' মন্তব্য তৃণমূল সাংসদ দোলা সেনের (Dola Sen)।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dola Sen এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ দোলা সেন Dola Sen TMC MP