দমদমে তরুণী ও তাঁর বন্ধুকে হেনস্থার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, পাল্টা মারের অভিযোগ স্থানীয়দের

Continues below advertisement

দমদম নাগেরবাজারে তরুণী ও তাঁর বন্ধুকে হেনস্থার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পাল্টা তাঁদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ স্থানীয়দের। যুবক ও তরুণীর দাবি, গত শনিবার নাগেরবাজারের স্বামী বিবেকানন্দ রোডে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। অভিযোগ, কেন একজন মহিলা ধূমপান করছেন, এই প্রশ্ন তুলে, স্থানীয় কয়েকজন তাঁদের উপর চড়াও হয়। হেনস্থা করা হয়। এমনকী তরুণীকে ধাক্কাধাক্কিও করা হয় বলে অভিযোগ। যদিও, স্থানীয়দের দাবি, এলাকার একজনের বাড়ির সামনে দাঁড়িয়ে ওই তরুণী ও যুবক-সহ চারজন মাদক সেবন করছিলেন। স্থানীয় একজন প্রতিবাদ করায় তাঁকেই মারধর করে ওই তরুণী ও যুবক। সিসি ক্যামেরায় মারধরের ছবি ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম ফাঁড়ির পুলিশ। ওই যুবক ও তরুণীকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে দাবি, সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram