Durga Puja 2020: শারদ আনন্দ: মুদিয়ালিতে অষ্টমীর দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ মণ্ডপ! কেন, দেখুন অভিনেত্রী অমৃতার সঙ্গে

Continues below advertisement
পুজোর অপেক্ষায় দিনগোনার পালা শুরু হয়ে গিয়েছে। নিউনর্ম্যাল পুজোর প্রস্তুতি কেমন চলছে? মুদিয়ালি ক্লাবের পুজো প্রস্তুতি ঘুরে দেখলেন অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়।
মুদিয়ালি ক্লাবের পুজো হচ্ছে ৮৬ তম বছর। আর এই বছরের থিম 'দায়'। সারা কলকাতাতে বিভিন্ন পুজোয় যেমন এবার বাহুল্য অনেক কম। সেই জন্য শিল্পীদের সংখ্যায় কাটছাঁট করা হয়েছে। মুদিয়ালি ক্লাব চেষ্টা করছে, সেই সমস্ত শিল্পীদের এই প্যান্ডেলের কাজের সঙ্গে যুক্ত করে তাঁদের অন্নসংস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার। সাবেকি প্রতিমা থাকছে। অষ্টমীর দিন সকাল ৬ থেকে দুপুর ২ পর্যন্ত বন্ধ থাকবে প্যান্ডেল। ওই সময় দর্শনার্থীদের ঢুকতে বাধা। সেদিন পরপর সকালে অঞ্জলি, ভোগ নিবেদন এবং সন্ধি পুজো সেটা শুধু ক্লাবের সদস্য এবং পল্লী বাসীদের জন্য, জানালেন মুদিয়ালি ক্লাবের সম্পাদক অশোক দে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram