শিরোনাম : হাথরসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে রাহুলকে গলাধাক্কা, পরে গ্রেফতার
Continues below advertisement
১। পুলিশের গলাধাক্কা, পড়ে হাতে চোট রাহুলের, পরে গ্রেফতার। হাথরসে যেতেই পারলেন না রাহুল-প্রিয়ঙ্কা। ছবি তুলতে নাটক, পাল্টা বিজেপি। রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে এফআইআর যোগীর পুলিশের।
২। রাহুল-প্রিয়ঙ্কা যাওয়ার আগে ১৪৪ ধারা জারি। পুলিশি বাধা সত্বেও পায়ে হেঁটে হাথরসে যাওয়ার চেষ্টা রাহুল-প্রিয়ঙ্কার। (রাহুল বাইটঃ ভারতে মোদি ছাড়া রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারবে না ?)
৩। যমুনা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ হঠাতে পুলিশের লাঠিচার্জ। মাথা ফাটল কংগ্রেস কর্মীর। মহিলা কংগ্রেস কর্মীদের অশ্লীল মন্তব্যের অভিযোগ। কলকাতায় প্রতিবাদ মিছিল কংগ্রেসের।
৪। হাথরসকাণ্ডে হস্তক্ষেপ এলাহবাদ হাইকোর্টের। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব, ডিজিপি, জেলাশাসক, পুলিশ সুপারকে সমন। নোটিস যোগী প্রশাসনকে। ১২ অক্টোবরের মধ্যে জবাব তলব।
৫। হাথরসকাণ্ডে নির্যাতিতার বাড়িতে জেলাশাসক, এসএসপি। নির্যাতিতার বাবাকে মুচলেকায় সই করানোর অভিযোগ। বয়ান বদলালে আর্থিক সাহায্য না দেওয়ার হুমকি, দাবি পরিবারের।
২। রাহুল-প্রিয়ঙ্কা যাওয়ার আগে ১৪৪ ধারা জারি। পুলিশি বাধা সত্বেও পায়ে হেঁটে হাথরসে যাওয়ার চেষ্টা রাহুল-প্রিয়ঙ্কার। (রাহুল বাইটঃ ভারতে মোদি ছাড়া রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারবে না ?)
৩। যমুনা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ হঠাতে পুলিশের লাঠিচার্জ। মাথা ফাটল কংগ্রেস কর্মীর। মহিলা কংগ্রেস কর্মীদের অশ্লীল মন্তব্যের অভিযোগ। কলকাতায় প্রতিবাদ মিছিল কংগ্রেসের।
৪। হাথরসকাণ্ডে হস্তক্ষেপ এলাহবাদ হাইকোর্টের। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব, ডিজিপি, জেলাশাসক, পুলিশ সুপারকে সমন। নোটিস যোগী প্রশাসনকে। ১২ অক্টোবরের মধ্যে জবাব তলব।
৫। হাথরসকাণ্ডে নির্যাতিতার বাড়িতে জেলাশাসক, এসএসপি। নির্যাতিতার বাবাকে মুচলেকায় সই করানোর অভিযোগ। বয়ান বদলালে আর্থিক সাহায্য না দেওয়ার হুমকি, দাবি পরিবারের।
Continues below advertisement