আপনাদের বোঝাতে হবে যে এত ভয়ের কিছু নেই, চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের ওয়েবিনারে বার্তা অভিজিৎ বিনায়কের
Continues below advertisement
করোনা সংক্রমণ ছড়াচ্ছে গ্রামাঞ্চলেও। এই পরিস্থিতিতে গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে যোগ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় জানালেন, "এই সময় আপনাদের বোঝাতে হবে যে এত ভয়ের কিছু নেই। যদি এই এই উপসর্গ দেখা দেয় তাহলে হাসপাতালে যাবেন। নাহলে বাড়িতেই থাকবেন। সবাই যতদূর পারবেন দূরত্ব বজায় রাখবেন। মাস্ক পরবেন। অধিকাংশ লোক ঠিক হয়ে যায়। যাঁরা হাসপাতালে যাবেন তাঁরাও ভালো হয়ে যাবেন, কিন্তু তাঁদের হয়তো অক্সিজেন দরকার হবে। এইসব ব্যাপার যতদূর সাদামাটা ভাবে বিশ্বাসযোগ্য করে তুলবেন, তত আমরা এই লড়াইয়ে জিততে পারব।"
Continues below advertisement