শিলাবৃষ্টিতে উইন্ডস্ক্রিনে চিড়, জরুরি অবতরণ বাগডোগরাগামী বিমানের
Continues below advertisement
শিলায় ভেঙে যায় বাগডোগরাগামী একটি বিমানের উইন্ড শিল্ড। মাঝ আকাশ থেকে সেটিকে ফিরিয়ে নিয়ে আসা হয় ফের বিমানবন্দরে।
আজ সন্ধে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হয় এয়ার এশিয়ার একটি বিমান। সেই সময়েই শিলাবৃষ্টি শুরু হয়। বিমানের ক্যাপ্টেন দেখেন, শিলার ঘায়ে উইন্ড শিল্ডে ফাটল ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এর পর বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসা হয় কলকাতায়। ওই বিমানে কর্মী এবং যাত্রী-সহ মোট ১৭১ জন ছিলেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন ওই বিমানে। পরে তাঁদের এয়ার এশিয়ারই একটি অন্য বিমানে বাগডোগরা পৌঁছনোর ব্যবস্থা করা হয়। ‘চোখ বুজে গিয়েছিল, আচমকাই চারিদিকে আওয়াজ,’ জানালেন মন্ত্রী।
আজ সন্ধে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হয় এয়ার এশিয়ার একটি বিমান। সেই সময়েই শিলাবৃষ্টি শুরু হয়। বিমানের ক্যাপ্টেন দেখেন, শিলার ঘায়ে উইন্ড শিল্ডে ফাটল ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এর পর বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসা হয় কলকাতায়। ওই বিমানে কর্মী এবং যাত্রী-সহ মোট ১৭১ জন ছিলেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন ওই বিমানে। পরে তাঁদের এয়ার এশিয়ারই একটি অন্য বিমানে বাগডোগরা পৌঁছনোর ব্যবস্থা করা হয়। ‘চোখ বুজে গিয়েছিল, আচমকাই চারিদিকে আওয়াজ,’ জানালেন মন্ত্রী।
Continues below advertisement
Tags :
Hail And Thunderstorm Netaji Suvas Chandra Bose International Airport Kolkata Weather Kia Emergency Landing Kolkata Airport Abp Ananda Kolkata