ফুলিয়ায় ভাগীরথীর ভাঙনের কবলে ২০টি বাড়ি, বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে

Continues below advertisement
ভয়াবহ আকার নিচ্ছে ভাগীরথীর ভাঙন। ভাঙছে পাড়। জমি গিলতে গিলতে জনবসতির দিকে এগোচ্ছে ভাগীরথী। ৪ মাসের মধ্যে নদিয়ার ফুলিয়ার মঠপাড়ায় ফের ভাঙন-আতঙ্ক। স্থানীয়দের দাবি, সোমবার দুপুর থেকে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যেই নদীগর্ভে চলে গেছে প্রায় ২ বিঘা জমি। ভাঙনের কবলে অন্তত ২০টি বাড়ি। গ্রামবাসীদের দাবি, গত বছরের সেপ্টেম্বরেও ভাঙনের কবলে পড়ে এই এলাকা। স্থায়ীভাবে নদীর পাড় মেরামতির দাবি জানিয়েছেন তাঁরা। ভাঙনের জেরে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শান্তিপুরের বিডিও। কবে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে? ততদিনে বাড়িঘর বেঁচে থাকবে তো? সেই আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram